স্থায়ীভাবে বন্ধ হল ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট
স্থায়ীভাবে বন্ধ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনার পর প্রথমে সতর্ক বার্তা দেয় টুইটার কতৃপক্ষ। এরপরও নিয়ম ভঙ্গ করায় শুক্রবার এমন সিদ্ধান্ত নেয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রে আবারো সহিংসতা করতে পারে এমন আশঙ্কা থেকেই ট্রাম্পের অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করা হলো বলে জানিয়েছে টুইটার।
এর আগে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেয়ার মাত্র কয়েক ঘণ্টা পর ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে যাবেন না তিনি। বেশ কিছু গণমাধ্যমে বলা হয়, জো বাইডেনের শপথ নেয়ার দিন স্কটল্যান্ডে গলফ খেলতে চান ট্রাম্প।
এদিকে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের অন্যতম অযোগ্য প্রেসিডেন্ট বলে জানিয়েছেন জো বাইডেন। তিনি বলেন, ট্রাম্প শপথ অনুষ্ঠানে আসবেন না, এটাই ভালো। এ সময় ট্রাম্পের অভিশংসনের জন্য কংগ্রেসের