চাটখিলে ডা: মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে ও এম এইচ গ্লোবাল গ্রুপের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলে সোমপাড়া উচ্চ বিদ্যালয়ে এক বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“জীবনের লক্ষ্য নির্ধারণে আগ্রহ’ই হলো বিবেচ্য বিষয়”-এ নিয়ে সোমপাড়া উচ্চ বিদ্যালয় ও সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ দল ও বিপক্ষ দলের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় বিজয় লাভ করে ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডা: মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের চাটখিল উপজেলার পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ, ফাউন্ডেশনের কর্মকর্তা মো শাহাদাত হোসেন রাসেল, ম্যানেজার মো.বেলাল হোসেন, অধ্যাপক আবদুশ শাকুর, সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকান্তর আহম্মদ, সহকারি প্রধান শিক্ষক আব্দুল মান্নান ও সোমপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আক্তার হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।প্রতিযোগীতা শেষে সকল প্রতিযোগীকে ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।