চাটখিল প্রতিনিধি : বেল্লাল হোসেন
স্বেচ্ছাসেবী সংগঠন চাটখিল উপজেলা সোসাইটি ইউ এসএ ইনক এর পক্ষ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে চাটখিল কলেজ রোডস্থ হাট ল্যান্ড কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক বেলায়েত হোসেন শামীম এর সঞ্চালনায় উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল পাঁচগাও মাহবুব কলেজের অধ্যক্ষ প্রফেসর শওকত ইকবাল ফারুকী, প্রভাষক শাহাদাত হোসেন, সাবেক ছাত্রনেতা ভিপি ফারুক, সমাজসেবক মিজানুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী মো. কামাল উদ্দিন।
উল্লেখ, আমেরিকান প্রবাসী চাটখিলের কৃতি সন্তানদের নিয়ে বিগত ৫ বছর পূর্বে চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ ইনক সংগঠনের প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকে চাটখিলের দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি।