১৭ এপ্রিল নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে রয়েছেন রফিকুল আমিন
ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন নতুন একটি রাজনৈতিক দলের সূচনা করতে যাচ্ছেন। আগামী ১৭ এপ্রিল রাজধানীর বনানীর হোটেল শেরাটনে এ দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে, যেখানে দিনব্যাপী নানা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
আয়োজনে দেশের রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিদের পাশাপাশি নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে। দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রফিকুল আমিন এবং সদস্য সচিব হয়েছেন ফাতিমা তাসনিম।
দলের পক্ষ থেকে পাঠানো এক আমন্ত্রণবার্তায় বলা হয়েছে, "সম্ভাবনাময় বাংলাদেশ এখন এক নতুন রাজনৈতিক অধ্যায়ের প্রান্তে দাঁড়িয়ে। জুলাই ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা ’৫২-এর ভাষা আন্দোলন, ’৭১-এর মুক্তিযুদ্ধ এবং সেই অভ্যুত্থানের চেতনার ধারাবাহিকতায় বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। গণতন্ত্রের পথে এ যাত্রায় আমরা সবাইকে পাশে চাই।"
প্রসঙ্গত, রফিকুল আমিন ডেসটিনির পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও দৈনিক ডেসটিনির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে অর্থ পাচার ও গাছ লাগানোর প্রকল্পে দুর্নীতির অভিযোগে দায়ের করা দু’টি মামলায় দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে। তিনি ২০২৪ সালের ৫ আগস্ট কারামুক্ত হন, যা ঘটে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই।
অন্যদিকে, দলের নতুন সদস্য সচিব ফাতিমা তাসনিম সম্প্রতি গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ থেকে পদত্যাগ করেছেন। ১৩ এপ্রিল তিনি দলটির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন, যেখানে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেন।