চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতলেও এবার আর টস ভাগ্য বাংলাদেশের পক্ষে থাকলো না। আসরে টিকে থাকার লড়াইয়ে সোমবার রাওয়ালপিন্ডিতে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। সেমি ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে নিউজিল্যান্ডকে হারাতে হবে এ ম্যাচে।
এ ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছেন পেসার নাহিদ রানা। এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক।