ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার ( ৯ এপ্রিল ) ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে বিকেলে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিল সেনবাগ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেনবাগ বাজারের জিরো পয়েন্ট থানার মোড়ে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সেনবাগ উপজেলা যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল বক্তব্যে বলেন, ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হত্যা বন্ধের জোর দাবি সহ আমরা ইসরায়েলী সকল পণ্য বয়কট করবো।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, সেনবাগ পৌর বিএনপি'র আহবায়ক আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্, সেনবাগ পৌর বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হিমু, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন লিটন, সেনবাগ পৌর যুবদলের আহবায়ক মোকাররম হোসেন, সেনবাগ পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুর নবী রাজু, সেনবাগ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন স্বপন, সেনবাগ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াসিন আলী বাবর, সেনবাগ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সানাউল্লাহ, সেনবাগ পৌর ছাত্রদলের আহবায়ক মো :আলা উদ্দিন, সেনবাগ পৌর যুবদলের আবু সুফিয়ান, সেনবাগ উপজেলা যুবদলের সজীব মাহমুদ, সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দীন, সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইমরান হোসেন, সেনবাগ সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শামীম, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি'র নেতাকর্মীগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।