বেগমগঞ্জ উপজেলায় করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ ২০২৫ ইং অনুষ্ঠান সোমবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিবি আয়েশার সভাপতিত্বে ও
স্কুলের প্রধান শিক্ষক নুরুন্নাহারের বেগমের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুর আলম বাচ্চু, উদ্বোধন করেন জিরতলী ইউপি চেয়ারম্যান সামছুল আলম লাভলু। এছাড়া আরো উপস্থিত ছিলেন জিরতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আকতার, সাংবাদিক মাজহারুল ইসলাম দিদার ও ইউপি সদস্য আহসান উল্যাহ বাবুল, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও সহ-সভাপতি এবং পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ। ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ১০০ মিটার দৌড়ে
রাফিদ হোসেন, দীর্ঘলাফে হামেদা আক্তার ও
নৃত্যে ইকরাম উদ্দিন লাবিবকে পুরষ্কার প্রদান করা হয়েছে।
উল্লেখ, করমুল্যাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছর ভালো ফলাফলের পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে উপজেলায় বিভিন্ন পুরষ্কার অর্জন করে আসছে।