ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এক গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বালিখাঁ ইউনিয়নের পশ্চিমপাগুলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—তাওহিদ (৬), যিনি আনারুল মিয়ার ছেলে এবং আফছা মনি (৫), সামিউল ও মাইমুনা দম্পতির কন্যা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুপুরে ওই দুই শিশু বাড়ির পাশে একটি ফিসারির ধারে খেলছিল। দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পর পরিবারের লোকজন তাদের খুঁজতে শুরু করে। একপর্যায়ে ফিসারির পানিতে তাদের নিথর দেহ ভেসে থাকতে দেখা যায়। একই সময় সাউদা নামে অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরিবারের অনুরোধে মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।