1. admin@talash24.com : admin :
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চাটখিলে সয়াবিন তৈলের সংকট ভ্রাম্যমান আদালতের অভিযান। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বিগত সরকার মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার অপচেষ্টা করেছে -মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান গাজীপুর কাপাসিয়া উপজেলা বিএনপির কর্মশালা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নওগাঁ চৌমাশিয়া কেন্দ্রীয় বাজার এলাকায় থেকে ককটেল উদ্ধার ইউসিটিসিতে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত চাটখিলে সোমপাড়া উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত চাটখিলে পররাষ্ট্র সচিব জসীম উদ্দীনের সংক্ষিপ্ত সফর সোমপাড়া কলেজে বির্তক প্রতিযোগিতা কাঞ্চনা পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লাকি মল্লিকের বিদায় সংবর্ধনা

রোনালদো ম্যাজিকে আল নাসরের জয়

তালাশ ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সৌদি প্রো লিগে দুই বিশ্ব তারকার গোলে আল ওয়েহদাকে ০-২ ব্যবধানে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো ও সাদিও মানের দল আল নাসর।মঙ্গলবার মক্কার কিং আবদুল আজিজ স্টেডিয়ামে আল ওয়েহদা–আল নাসর ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ১০টায়। কিন্তু দুর্ঘটনার শিকার রিয়াদের ক্লাবটির সদস্যরা যথাসময়ে মাঠে পৌঁছাতে না পারায় খেলা শুরু হয়েছে রাত ১১টায়।

এর আগে, মক্কার ক্লাব আল ওয়েহদার বিপক্ষে খেলতে স্টেডিয়ামে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছে আল নাসরের বাস। বাসটিতে পর্তুগিজ মহাতারকা রোনালদো, সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে, ফরাসী তারকা আইমেরিক লাপোর্তের মতো খেলোয়াড় ও কোচিং স্টাফের সদস্যরা ছিলেন। তবে তারা সবাই অক্ষত ছিলেন।

দেরিতে ম্যাচটি শুরু হলে ক্রিস্তিয়ানো রোনালদোর ফ্রি-কিকে বক্সে প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে বল লাগালে পেনাল্টি পায় আল নাস্‌র। এতে সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে সফল স্পট কিকে ৯ ম্যাচের গোল-খরা কাটান।

এর আগে, ম্যাচের গোলশূন্য প্রথমার্ধের পর ৪৮ মিনিটে পর্তুগিজ মহাতারকার দুর্দান্ত হেডে এগিয়ে গেছে আল নাসর। এটি তার ক্যারিয়ারের ৯২৫তম গোল, সৌদি প্রো লিগের এবারের মৌসুমে ১৭তম গোল। আল ইত্তিহাদের করিম বেনজেমাকে (১৬ গোল) ছাড়িয়ে ৪০ বছর বয়সী ফরোয়ার্ড রোনালদোই এখন লিগের শীর্ষ গোলদাতা।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাস্‌রের হয়ে রোনালদোর মোট গোল এখন ২৫টি। তবে ১৮ ম্যাচে ১৬ গোল নিয়ে দুইয়ে আছেন তার সাবেক রেয়াল মাদ্রিদ সতীর্থ ও আল ইত্তিহাদের কারিম বেনজেমা।

এই ম্যাচ শেষে সৌদি প্রো লিগে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আছে আল নাসর। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল হিলাল। তবে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে আল ইত্তিহাদ, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © তালাশ ২৪
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park