শেখ মুজিবুর রহমান ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলো বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে নোয়াখালীর চাটখিলে মোহাম্মদপুর ইউনিয়নে ডা. খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে দোয়া ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুর রশিদ মামুন বলেন, ‘শেখ মুজিবুর রহমান ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। এরপর দলমত নির্বিশেষে এদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় বসানোর পরে তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ রূপে গড়ে তুলেছেন। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ করেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশে নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করেছিলেন।’
তিনি বলেন, ‘আমরা ঘরে থাকতে পারি নি। বিগত সরকারের আমলে বিএনপি যুবদল ছাত্রদল, অন্যান্য রাজনৈতিক দলসহ সাধারণ মানুষকে ফ্যাসিস্ট হাসিনা যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ লীগ দিয়ে হয়রানি করেছিলো। আজকে আমাদের সামনে একটি চ্যালেঞ্জ। একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। জনগণের ঐক্যকে কেউ অথবা কোন রাজনৈতিক দল যদি নস্যাৎ করার চেষ্টা করে জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না।’
তিনি আরো বলেন, ‘একাত্তরের জনগণের মাঝে যে ঐক্য হয়েছিল শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েমের মাধ্যমে সে ঐক্যকে বিনষ্ট করেছে, জনগণকে বিভাজিত করে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করেছিল। আমরা জনগণের ঐক্য বিন্যষ্ট করতে চাই না। আমরা দলমত, ধর্ম বর্ণ নির্বিশেষ সবাইকে নিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশে একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। বিএনপির নেতা কর্মীদেরকে জনগণের পাশে থেকে জনগণের সেবা করেই তাদের কাছে আগামীতে ভোট চাইতে হবে। ফ্যাসিস্ট হাসিনা এদেশে কোন ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে দেয় নাই। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে প্রত্যেক ধর্মের মানুষ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে।’
মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলু সরকারের সভাপতিত্বে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর কমিশনার নূর নবী, চাটখিল সরকারি কলেজের সাবেক জিএস ফরিদ, চাটখিল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক (ভিপি ফারুক), উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক বেলায়েত হোসেন শামিম, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব এস.আর সাকিল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, কুয়েত প্রচারদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বেলায়েত হোসেন বেলাল (মিজি), চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন কিরণ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক এজিএস আনোয়ার হোসেন মোহন, যুবদল নেতা আল আমীন, ছাত্রদল নেতা মোহাম্মদ ফরিদ খাঁন, মোহাম্মদপুর ইউনিয়ন যুবদল (পশ্চিম)-এর সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা ইব্রাহীম খলিল রিপন প্রমুখ।
অনুষ্ঠানে চাটখিল উপজেলা ও মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী উপস্থিত ছিল।