সড়ক ও জনপথ অধিদপ্তর সারা দেশের চারটি জাতীয় মহাসড়ক এবং আটটি সেতুর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. গোলাম জিলানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা-মাওয়া মহাসড়কের নাম “ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে”, সিলেটের বিমানবন্দর বাইপাস থেকে ভোলাগঞ্জ পর্যন্ত মহাসড়ক “সিলেট-বিমানবন্দর বাইপাস-ভোলাগঞ্জ জাতীয় মহাসড়ক” এবং মাদারীপুর থেকে শরীয়তপুর পর্যন্ত মহাসড়কের নাম “কাজীরটেক ব্রিজ-শরীয়তপুর মহাসড়ক” করা হয়েছে।
এছাড়া, চট্টগ্রামের বড়তাকিয়া-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কের নাম পরিবর্তন করে “বড়তাকিয়া-মিরসরাই সংযোগ সড়ক” রাখা হয়েছে।
সেতুগুলোর মধ্যে পিরোজপুরের শহীদ শেখ ফজলুল হক মনি সেতুর নতুন নাম “ইন্দুরকানি সেতু”, পিরোজপুরের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নতুন নাম “বেকুটিয়া সেতু”, এবং নারায়ণগঞ্জের সুলতানা কামাল সেতুর নতুন নাম “ডেমরা সেতু” করা হয়েছে।
এছাড়া, পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল সেতুর নতুন নামকরণ হয়েছে যথাক্রমে “আন্দার মানিক সেতু”, “সোনাতলা সেতু” ও “খাপড়াভাঙ্গা সেতু”।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।