1. admin@talash24.com : admin :
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাটখিলে সয়াবিন তৈলের সংকট ভ্রাম্যমান আদালতের অভিযান। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা বিগত সরকার মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করার অপচেষ্টা করেছে -মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান গাজীপুর কাপাসিয়া উপজেলা বিএনপির কর্মশালা ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত নওগাঁ চৌমাশিয়া কেন্দ্রীয় বাজার এলাকায় থেকে ককটেল উদ্ধার ইউসিটিসিতে একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত চাটখিলে সোমপাড়া উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত চাটখিলে পররাষ্ট্র সচিব জসীম উদ্দীনের সংক্ষিপ্ত সফর সোমপাড়া কলেজে বির্তক প্রতিযোগিতা কাঞ্চনা পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লাকি মল্লিকের বিদায় সংবর্ধনা

ছাত্র আন্দোলনে নিহত নুর আলমের স্ত্রীকে চাকরি দিল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

তালাশ ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গত বছরের ২০ জুলাই ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত নুর আলমের স্ত্রী খাদিজা বেগম অবশেষে চাকরি পেলেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম তাকে অস্থায়ী ভিত্তিতে ছাত্রীদের হোস্টেলে কাজের ব্যবস্থা করে দিয়েছেন।

নুর আলম নিহত হওয়ার দুই মাস পর খাদিজা একটি পুত্রসন্তানের জন্ম দেন। স্বামী হারানোর পর তিনি শ্বশুরবাড়িতেও আশ্রয় পাননি, ফলে নিজের অসহায় কৃষক বাবার বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিচর মুন্সিপাড়া এলাকায় আশ্রয় নেন। সন্তানসহ চরম দুঃসময় কাটতে থাকে তার।

নুর আলমের মৃত্যুর পর কুড়িগ্রাম জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন খাদিজার পাশে দাঁড়ায়। জেলা প্রশাসকের তহবিল থেকে কিছু সহায়তা দিলেও তার স্থায়ী কোনও সমাধান হয়নি। পরে বিষয়টি জানতে পেরে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম তাকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেন।

খাদিজা অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। তাই তার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের হোস্টেলে একটি চাকরির ব্যবস্থা করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্যের কক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে চাকরির নিয়োগপত্র প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক ও বিএনপি নেতা আশরাফুল হক রুবেল, অবসরপ্রাপ্ত শিক্ষক দেওয়ান এনামুল হকসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

উপাচার্য ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ নুর আলমের পরিবারের অসহায়ত্বের বিষয়টি জানার পর আমরা যতটা সম্ভব সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছি। খাদিজাকে চাকরির মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা করা হয়েছে।

চাকরি পেয়ে খাদিজা বেগম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার স্বামী আমাদের জন্য কিছু রেখে যেতে পারেননি। সন্তান নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে ছিলাম। এখন অন্তত একটি কাজ পেয়েছি, যা আমাদের জীবন চালাতে সহায়ক হবে।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © তালাশ ২৪
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park