নোয়াখালী চাটখিল উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ও চাটখিল কামিল মাদ্রাসার উদ্যোগে, ছাত্র সমাজকে নিয়ে গতকাল মঙ্গলবার ১৮ই মার্চ সন্ধ্যায় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
চাটখিল কামিল মাদ্রাসার ছাত্র শিবিরের সভাপতি আশ্রাফুল ইসলাম এর সভাপতিত্বতে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের চাটখিল উপজেলার সাবেক সভাপতি, পৌরসভা জামায়াতের আমির, মাওলানা আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক নোয়াখালী জেলা উত্তর সভাপতি, জনাব আরিফুর রহমান।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার সভাপতি ইয়াসিন আরাফাত, সাবেক কমিশনার জামাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জনাব সাইফুল ইসলাম, মোহাম্মদ রাকিব হোসেন, মোহাম্মদ সামিরসহ অন্যান্য নেতৃবৃন্দ মাহফিলে প্রায় ২০০ ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়।