নবগঠিত রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’ জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে দলটির আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে একটি শ্রদ্ধা জানানো অনুষ্ঠানে শহীদদের প্রতি ফুল দিয়ে সম্মান জানানো হয়। এ সময় নেতারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে কাজ করার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন। অনুষ্ঠানে রফিকুল আমীন বলেন, “মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী। আমাদের লক্ষ্য দেশের উন্নয়নে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া, বিরোধ নয়।” তিনি আরও বলেন, “২৪ গণআন্দোলনের সময় আহত ও শহীদদের প্রতি আমাদের গভীর সহমর্মিতা রয়েছে। আমরা তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।” সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “শুরু থেকেই সংবাদমাধ্যম আমাদের নতুন রাজনৈতিক উদ্যোগকে ইতিবাচকভাবে তুলে ধরেছে। আগামীতেও গণমাধ্যমের পাশে থাকার প্রত্যাশা করছি।” এ সময় সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, “বাংলাদেশ আ-আম জনতা পার্টি কেবল স্বাধীনতার সুফল নয়, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে নিরলসভাবে কাজ করবে। আমরা একটি কার্যকর রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।” অনুষ্ঠানে দলটির অন্যান্য নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন এবং সকলেই বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের মূল আদর্শকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।